মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদীতে গ্রামীন ব্যাংকের সংগ্রামী সদস্যদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। আজ সোমবার গ্রামীন ব্যাংকের কটিয়াদী শাখার কার্যালয়ে কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী এরিয়া ম্যানেজার মোঃ বখতিয়ার রহমান।
এসময় গ্রামীন ব্যাংক কটিয়াদী শাখার ম্যানেজার মোঃ শামীম মিয়ার পরিচালনায় উপস্থিত ছিলেন কটিয়াদী পৌরসভার ৩ নং ওয়ার্ড কমিশনার মোঃ মনিরুজ্জামান মনির, গ্রামীন ব্যাংক কটিয়াদী শাখার সেকেন্ড ম্যানেজার আবুল কাশেম,জাসদের কটিয়াদী উপজেলা শাখার সভাপতি কামরুল ইসলাম সিদ্দিক শিপনসহ গ্রামীন ব্যাংক কটিয়াদী শাখার সকল সদস্যবৃন্দ।
গ্রামীন ব্যাংক কটিয়াদী শাখার ম্যানেজার জানান,আজ দড়ি চড়িয়াকোনা গ্রামের আনোয়ারা(৭০),ঝাকালিয়া গ্রামের সখিনা (১০০), দড়িচড়িয়াকোনা গ্রামের লুসিয়া(৮০),একই গ্রামের খুদেজা কে এই চারজন সংগ্রামী সদস্যের হাতে কম্বল তুলে দেওয়া হয়।পর্যায়ক্রেম পুরো শীত মৌসুমে আরও কম্বল বিতরন করা হবে।