স্পোর্টস ডেস্ক:  ২০১১ সালের ৬ সেপ্টেম্বর সবশেষ ঢাকায় ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে লিওনেল মেসিরা নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে অংশ নিয়েছিল। ১১ বছর পর আবারও আর্জেন্টিনাকে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। পার্থক্য হলো এবার তারা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন।

আগামী জুন-জুলাইয়ে ফিফা উইন্ডোতে কাতার বিশ্বকাপজয়ীদের ঢাকায় আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে)। আজ(রবিবার) বাফুফে ভবনে সংবাদ সম্মেলনের পর এক প্রশ্নের উত্তরে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এমন তথ্য দিয়েছেন। সালাউদ্দিন বলেছেন, ‘আমরা আর্জেন্টিনাকে আনার চেষ্টা করছি। এখনও জোরালো কিছু হয়নি। চেষ্টা করতে তো দোষের কিছু নেই। জুন-জুলাইয়ের আগে বঙ্গবন্ধু স্টেডিয়াম প্রস্তুত হয়ে যাওয়ার কথা। এ নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। মার্চের ফিফা উইন্ডোতে সম্ভব নয়। জুন-জুলাইয়ে আমরা চেষ্টা করবো।’

তবে প্রতিপক্ষ কে হতে পারে তা এখনও ঠিক হয়নি। সালাউদ্দিন বলেছেন, ‘প্রতিপক্ষ কে থাকতে পারে সেটা এখনও চূড়ান্ত নয়। আর্জেন্টিনাকে আগে চূড়ান্ত করার পর প্রতিপক্ষ ঠিক করা হবে। এছাড়া শুরুতে পিএসজিকে নিয়েও আমরা একটা চেষ্টা করেছি। কিন্তু সেখানে একটা সমস্যা আছে। পিএসজির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। মেসি পিএসজিতে না থাকলে এই ক্লাবকে এনে তো লাভ নেই। তাই আর্জেন্টিনাকে আনার চেষ্টা করছি। তারা এখনও পজিটিভ।’

তবে আর্জেন্টিনাকে ঢাকায় আনতে অনেক অর্থ লাগবে। পুরো প্রকল্পটি ব্যয়বহুল। সালাউদ্দিনের কথা, ‘আর্জেন্টিনাকে আনার বিষয়টা ব্যয়বহুল। কিন্তু আমাদের চেষ্টা করতে সমস্যা কোথায়? চেষ্টা করতে দোষ কোথায়।’

আগে (২০১১ সালে) আর্জেন্টিনাকে আনতে প্রায় সাড়ে তিন মিলিয়ন ডলার লেগেছিল। এখন ৭ মিলিয়ন ডলারের মতো লাগতে পারে। যা বাংলাদেশি টাকায় ৭১ কোটি টাকার কিছু বেশি। প্রতিপক্ষ মিলিয়ে এক কোটি ডলার বা ১০২ কোটি টাকার বেশি লাগতে পারে।

Share.
Leave A Reply

Exit mobile version