দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলার করিমপুর চা বাগানে বাংলাদেশ ভুঁইয়া সম্প্রদায়ের মহাসমাবেশ ২০২৩ ইং অনুষ্ঠিত।

দেশের ১১৮টি চা বাগান নিয়ে গঠিত বাংলাদেশ ভুঁইয়া সম্প্রদায় উন্নয়ন সংগঠন। বাংলাদেশ ভুঁইয়া সমাজ উন্নয়ন সংগঠন সিলেট অঞ্চলের মহাসমাবেশ আজ রোববার (৮ জানুয়ারি) রাজনগরের করিমপুর চা বাগান মাঠে ভুঁইয়া ধর্মাবলম্বীদের এক অনাড়ম্বর মিলনমেলা তথা মতবিনিময় ও ধর্ম সভা অনুষ্ঠিত হয়।

মঞ্চ উদ্বোধন করেন প্রধান অথিতি লংলা চা বাগানের স্বপন ভুঁইয়া ও বিশেষ অতিথি অনিরোদ ভুঁইয়া জুড়ী ভ্যালী, নকুল ভুঁইয়া লাল চান লস্করপুর ভ্যালী, নয়ন বাবু ভুঁইয়া,বালিশীরা ভ্যালীর, রবিলাল ভুঁইয়া সিলেট ভ্যালী, কমল শংকর ভুঁইয়া আলীনগর চা বাগান মনু ধলাই ভ্যালী।

গীতাপাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু করেন শ্রীমঙ্গল ভাড়াউড়া চা বাগানের দিবস ভুইঁয়া ও নিউ সমনবাগ চা বাগানের বিশ্বজিৎ ভুঁইয়া, করিমপুর চা বাগান ভুঁইয়া সম্প্রদায়ের আয়োজনে ভাদু মাহাতোরের সভাপতিত্বে ও মহাদেব ভুঁইয়া,দিবস ভুঁইয়া,সুমন ভুঁইয়া,বাবুরাম ভুঁইয়া যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংলী ভ্যালী স্বপন ভুঁইয়া।

শুভেচ্ছা বক্তব্য রাখেন করিম পুর চা বাগানের রানা প্রসাদ ভুঁইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ভুঁইয়া সম্প্রদায়ের মাঝে বক্তব্য রাখেন, কুমারশাইল চা বাগানের যুগেস ভুঁইয়া,স্বপন ভুঁইয়া বালীশিরা ভ্যালী, জুড়ী ভ্যালী নিমাই ভুঁইয়া, খায়ছড়া চা বাগানের যতন ভুঁইয়া, মনি ভুঁইয়া খায়চড়া চা বাগান, কাপনা পাহাড় চা বাগানের সুজিত ভুঁইয়া,কাপনা পাহাড় চা বাগানের দুঃখিয়া ভুঁইয়া,ইন্দেশর চা বাগানের মাখন ভুঁইয়া, সনচড়া চা বাগানের রাজেশ ভুঁইয়া, মহরাপুর চা বাগানের হৃদয় ভুঁইয়া,,লালচাঁন চা বাগানের নকুল ভুঁইয়া,ভাড়াউড়া চা বাগানের চিনিবাঁশ ভুঁইয়া, ভাড়াউড়া চা বাগানের যুব সমাজের গৌরোব দেবাশীষ ভুঁইয়া, করিমপুর চা বাগানের বর্তমান বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি গনেশ নাইডু(বড়কুর্মী) পাথারিয়া চা বাগানের ভুঁইয়া সমাজের গর্ব পঞ্চায়েত কমিটির সভাপতি মহনলাল ভুঁইয়া, শিলুয়া চা বাগানের গোবিন্দ ভুঁইয়া, রাজকি চা বাগানের ববিতা ভুঁইয়া,৭নং ওয়ার্ড এর ইউপি সদস্য বেলাল আহমদ, ৭-৮-৯ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য কাজল রায়,৩নং মুন্সিবাজার প্যানেল চেয়ারম্যান আব্দুল আজিম, এছাড়া ভুঁইয়া সম্প্রদায়ের মধ্যে বক্তব্য রাখেন- জুড়ী ভ্যালীর ভুঁইয়া সম্প্রদায়ের সভাপতি কাপনা পাহাড় চা বাগানের অনুরোধ ভুঁইয়া, লস্করপুর ভ্যালীর ভুঁইয়া সমাজের অতুল ভুঁইয়া, বাংলাদেশ ভুঁইয়া সম্প্রদায় উন্নয়নের সংগঠনিক সম্পাদক নিউ সমনবাগ চা বাগানের বিশ্বজিৎ ভুঁইয়া, বাংলাদেশ ভুঁইয়া সংগঠনের সাধারণ সম্পাদক মহাদেব ভুঁইয়া, জুড়ী ভ্যালীর ধামাই চা বাগানের কৈলান ভুঁইয়া।

পরিশেষে বক্তারা বলেন শিক্ষার কোন বিকল্প নাই আপনাদের সন্তানদের মাদকের থেকে বিরত রাখতে মা বাবাদের সচেতন থাকতে হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version