মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে শীতার্তদের মাঝে ৯ হাজার পিছ কম্বল বিতরণ করলেন বাংলাদেশের আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও স্থানীয় এমপি ড. আবদুস সোবহান গোলাপ।
শুক্রবার (৬ জানুয়ারি) সকাল থেকে তার নিজ বাড়িতে ১টি পৌরসভাসহ নির্বাচনী এলাকা মাদারীপুর-৩ এর ২০টি ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতাকর্মীদের মাধ্যমে এ কম্বল বিতরণের জন্য তুলে দেন।
এসময় বাংলাদেশের আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও স্থানীয় এমপি ড. আবদুস সোবহান গোলাপ বলেন, সারাদেশে তীব্র শৈত্য প্রবাহ চলছে। আমার নির্বাচনী এলাকায়ও তিব্র শীত বয়ে যাচ্ছে। এ দূর্যোগের সময় আমি আমার এলাকার সাধারণ মানুষের সহযোগিতার চেষ্টা করে যাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নিজ অর্থায়নে আমার নির্বাচনী এলাকায় হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে ৯ হাজার কম্বল বিতরন করেছি। যাতে মানুষ একটু হলেও শীত থেকে বাঁচতে পারে। এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, কালকিনি পৌর আওয়ামীলীগের সভাপতি এড. আবুল বাশার, কালকিনি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক লোকমান সরদার, কালকিনি উপজেলা যুবলীগ সভাপতি মনির হাওলাদার, কালকিনি উপজেলা মৎস্যজীবীলীগের সভাপতি শাহাদাত সরদার, সাবেক সেচ্ছাসেবকলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন সহ অন্যান্য নেতৃবৃন্দরা।