জোবায়ের হোসেন রিহান, ফেনী: সোনাগাজীতে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ এর প্রথম পর্বের উদ্বোধন গতকাল বুধবার বিকালে সোনাগাজী মো. ছাবের সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলা পর্যায়ে যুব গেমসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রিড়া সংস্থার সভাপতি কামরুল হাসান। উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর নাছির উদ্দিন রিপনের সার্বিক তত্বাবধায়নে উপজেলা পর্যায়ে প্রথম পর্বের খেলায় ফুটবল, দৌড়, দাবা সহ মোট ৮টি ইভেন্টের (বালক-বালিকা) খেলা অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে বিজয়ী খেলোয়াড় গণ পরবর্তিতে জেলা পর্যায়ে অংশ গ্রহনের সুযোগ পাবেন।