রংপুর বিভাগীয় প্রতিনিধি, আবু নাসের সিদ্দিক তুহিন: আজ মানবতার কল্যাণ ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুর বিভাগীয় ও জেলা কমিটির উদ্যোগে গংগাচড়া রোডস্থ সাফল্য একাডেমি কার্যালয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান ও কেক কাটার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রংপুর বিভাগীয় কমিটির সভাপতি জয়িতা নাসরিন নাজের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক আবু নাসের সিদ্দিক তুহিন, রংপুর জেলা কমিটির সভাপতি প্রকৌশলী দেলোয়ার হোসেন রংপুরী, সহসভাপতি এটিএম মোর্শেদ,শাম্মী আক্তার রুপা প্রমূখ উপস্থিত ছিলেন।
সভায় সংগঠনের বিগত দিনের বিভিন্ন কার্যক্রমের ওপর সংক্ষিপ্ত আলোকপাত করা হয় এবং আগামীতে এ কার্যক্রম আরও বেগবান করতে সকলকে সক্রিয় ভূমিকা রাখার আবেদন জানানো হয়।
পরে কেক কেটে ৪র্থ বর্ষপূর্তি উদযাপন করা হয়।
সকলকে আপ্যায়নের মধ্য দিয়ে সভার কাজ শেষ হয়।
উল্লেখ্য যে মানবতার কল্যাণ ফাউন্ডেশন রংপুর গাইবান্ধা ,পলাশবাড়ি,গোবিন্দগন্জ ,দিনাজপুর, হাকিমপুর,হিলি, নীলফামারী, কুড়িগ্রাম , ঠাকুরগাঁও জেলায় কেক কাটা ও আলোচনা সভাব আয়োজন করেন ৷