লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপির উদ্যোগে লালমনিরহাটের হাতীবান্ধায় শীতার্তদেও মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এতে প্রায় ৩ হাজার শীতার্তকে শীতবস্ত্র হিসেবে কম্বল দেয়া হয়।
রবিবার সকাল থেকে বিকেল অবদি উপজেলার ডাউয়াবাড়ি, পাটিকাপাড়া, টংভাঙ্গা, নওদাবাস, গোতামারী ও ভেলাগুড়ি ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ।
আরও উপস্থিত ছিলেন, নওদাবাস কালীমোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেন সাগর, উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক রওশন হাবিব খান মানিক, মহিলা বিষয়ক সম্পাদক মুক্তিরানী সরকার, পাটিকাপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবুল আলম সাদাত, টংভাঙ্গা ইউপি চেয়ারম্যান সেলিম হোসেন, ডাউয়াবাড়ি ইউনিয়ন আ’লীগের সভাপতি বরকত, নওদাবাস ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুস সাত্তার টংভাঙ্গা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মঞ্জুসহ আরও অনেকে।