মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে মাদারীপুর জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয় শকুনী লেকপাড় এলাকা থেকে একটি র্যালী শহর প্রদক্ষিণ করে শকুনী লেকের মুক্ত মঞ্চে এসে র্যালিটি শেষ হয়।
র্যালিতে প্রায় ৫শতাধিক নেতা কর্মীরা অংশ নেয়।
র্যালী শেষে শকুনী লেকের মুক্ত মঞ্চে জেলা জাতিয় পার্টির আহবায়ক মুহিদ হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক আ: রউফ খান এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সদস্য সচিব লিয়াকত আলী খান, পৌর আহবায়ক কাইয়ুম খান, জাতীয় মহিলা পার্টির সদস্য সচিব সাবরীন জেরীন, মাদারীপুর জাতীয় পার্টির সদর উপজেলা শাখার সদস্য সচিব গোলাম হোসেন বাদল, যুব সংহতীর জেলা আহবায়ক মনির বেপারী, জেলা শ্রমিক পার্টির সদস্য সচিব জামাল হাওলাদার, ছাএ সমাজের আহবায়ক রাসেল মোল্লা, সদস্য সচিব ইফাদ আহম্মেদ প্রমূখ।