রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ জানুয়ারি) নাপিতের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাপলা কিন্ডার গার্ডেন ও ফুলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি.এম সেলিম পারভেজ।
উক্ত বই বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুর রহমান, ফুলছড়ি উপজেলা শিক্ষা অফিসার মো. বেলাল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সুধিজনরা।
২০২৩ শিক্ষাবর্ষে উপজেলার ১৫০টি প্রাথমিক বিদ্যালয়ে মোট ২১ হাজার ৫ শত ৪০টি নতুন বই বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।
ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি.এম সেলিম পারভেজ ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বলেন, শিক্ষা হচ্ছে জাতির মেরুদন্ড, যে জাতি যত বেশী শিক্ষিত সে জাতি ততই বেশী উন্নত। তিনি আরো বলেন, আল্লাহ পাক আমাদের কে সমান আকারে সৃষ্টি করেছে, পৃথিবীতে আসার পর নিজের ইচ্ছা শক্তি দিয়ে যারা লেখাপড়া করে, তারা অবশ্যই ভাল ছাত্র-ছাত্রী হিসাবে পরিনত হয়। তোমরাই আগামি দিনের ভবিষ্যৎ।