দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

দেওয়ান রানা, মদন (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার মদনে কুলিয়াটি গ্রামের ভিতর দিয়ে বয়ে যাওয়া হাজার বছরের পুরোনো কুলিয়াটি খাল এখন ভূমিদস্যুদের দখলে।

রোববার (১ জানুয়ারী) সরজমিনে গেলে স্থানীয় কয়েকজন নকশা দেখিয় বলেন, কুলিয়াটি খালটি মদন পৌর শহরে ভিতর দিয়ে বয়ে যাওয়া মগড়া নদী থেকে উৎপন্ন হয়ে ইমদাদপুর হয়ে কুলিয়াটি গ্রামের পশ্চিমাংশ থেকে শুরু হয়ে গ্রামের ভিতরে দিয়ে বয়ে পূর্বে দিকের বালই নদীতে মিলিত হয়েছে।

কিন্তু কিছু অসাধু ব্যাক্তি কুলিয়াটি সকাল বাজারের পাশে খালের উপর অবৈধভাবে দোকান ঘর তৈরি করে নিয়েছেন। কেউ কেউ আবার ঘর তৈরি করে ভাড়ায় কাটাচ্ছেন। আবার কেউ নাম মাত্র রিং কালবার্ট ব্যবহার করে খালের উপর দিয়েছেন বাঁধ। এ যেনো এক মগের মুল্লুক।

এ বিষয়ে মদন ইউপি চেয়ারম্যান মোঃ খাইরুল ইসলাম আকন্দ জানান, এ বিষয়ে আমি অবগত নই। কেউ যদি অবৈধভাবে খাল দখল করে থাকে, তাহলে খালের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য প্রশাসনের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি।

দখলদার সাথে কথা বলতে চাইলে, কাউকে খুঁজে পাওয়া যাইনি। সাংবাদিক এসেছে খবর পেয়ে সকলেই সটকে পড়েন। দখলদার আব্দুল গফুরকে মোবাইল ফোনে একাধিকবার কল দেয়ার পর তার স্ত্রী কল রিসিভ করে বলেন, আমার স্বামী বাড়িতে নেই।

খাল দখলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শুধু আমরা নই আরো অনেকেই করেন খালের উপর ঘর নির্মান করেছে। খালের উপরে বর্তমানে ২০-২৫ টি দোকান রয়েছে। আমাদের মাত্র একটি দোকান।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহনূর রহমান বলেন, আমি নিজেই সরজমিনে যাব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version