আল নোমান শান্ত, দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি: আগামী ১২ জানুয়ারি ২০২৩ তারিখে অনুষ্ঠিত হবে দুর্গাপুর পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন। ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ, জমাদান,বাছাই ও প্রত্যাহার পর্ব সম্পন্ন হয়েছে। (২৬ ডিসেম্বর) সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মেয়র পদে ২ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে মেয়র পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মেয়র পদে ভোটে লড়ছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক মেয়র মো. আব্দুস ছালাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মুহাম্মদ আব্দুল মান্নান,স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র শুভেন্দু সরকার পিন্টু।
এদিকে আগামীকাল মঙ্গলবার চুড়ান্ত প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে। এনিয়ে চলছে আলোচনা কে কোন প্রতীক পাচ্ছেন। তবে রাত পোহালেই শুরু হবে প্রতীক বরাদ্দের কার্যক্রম। প্রার্থী ও তার সমর্থক প্রতীক পেলেই নেমে পড়বেন মাঠে প্রচার প্রচারণায়।
পৌরসভার মোট ভোটার সংখ্যা ২০,৭৮১ জন পুরুষ ভোটার ১০,০৬৬ জন ও মহিলা ভোটার ১০,৭১৫ জন। এবং পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে ভোট হবে ইভিএম পদ্ধতিতে।