মোহাম্মদ ফখর উদ্দীন, আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা: চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এর সার লোড-আনলোডকে জিম্মি করে রেখেছে শক্তিশালী একটি ট্রাক সিন্ডিকেট।
বর্তমানে পরিবহন সেক্টরে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় সিইউএফএল কর্তৃপক্ষ সার পরিবহনে নতুন কর্মাদেশ আদেশ দিলে কর্মাদেশটি বাতিলের দাবি জানিয়ে বিসিআইসি বরাবরে আবেদন পাঠান ট্রাক সিন্ডিকেটটি। এই সিন্ডিকেটটি বছরের পর বছর বিভিন্ন প্রকার হুমকি দমকি ও অবৈধ তদবির করে যেকোন প্রকারে সার পরিবহন লোড-আনলোডকে জিম্মি করে রেখেছে।
জানা যায়, একটি ট্রাকের ধারণ ক্ষমতা ১৫ থেকে ২০ টনের বেশী হলেও ট্রাক সিন্ডিকেটটি ৬ থেকে ৭ টনের কম সার পরিবহন করে অতিরিক্ত ভাড়া আদায় করে থাকে। পরে সিন্ডিকেটটি আবার একটু দূরে গিয়ে বড় গাড়ীতে করে ১৫ থেকে ২০ টন সার ট্রাকে তুলে দেয়। ফলে মধ্যস্বত্ব ভোগী হিসেবে অতিরিক্ত অর্থ আত্মসাৎ করে নিয়ে নেয় সিন্ডিকেটটি। ফলে কৃষকদের অতিরিক্ত অর্থ দিয়ে সার কিনতে হচ্ছে। কৃষকদের সার মূল্য কমাতে সিইউএফএল কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে। যাহা ইতিমধ্যে ডিএপি ফার্টিলাইজার ও কাফকো একই রকম সিদ্ধান্ত গ্রহণ করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শ্রমিকরা জানান, কয়েক জনের পকেটভারী করতে ট্রেড ইউনিয়নের নামে একটি সংগঠন ট্রাক মালিক শ্রমিকদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায় করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। সিইউএফএল কর্তৃপক্ষের নতুন সিদ্ধান্তের ফলে শ্রমিকদের মজুরী ভাড়বে। সারের মূল্য কমবে। চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) লাভবান হবে।
এ ব্যাপারে সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান জানান, একটি ট্রাকের ধারণ ক্ষমতা অনুযায়ী এবং সারের উৎপাদন মূল্য কমাতে কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।