দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

আমির আলী অভয়নগর (যশোর) :– যশোরে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় তিন যুবক নিহত হয়েছে। গতকাল রোববার রাত আনুমানিক ৮টার দিকে যশোর মাগুরা সড়কের বাহাদুরপুর এলাকায় ও শহরতলীর চাচড়া এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে। নিহতরা হলেন, যশোর শহরের কাজীপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে খোকন (৩৫), ও পোষ্ট অফিস পাড়া এলাকার হান্নান মোল্লার ছেলে শিমুল হোসেন (৩৪), এবং উপশহর এলাকার মঞ্জুরুল ইসলামের ছেলে আরমান হোসেন (৩৬), সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। যশোর হাইওয়ে পুলিশ, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও যশোর কোতোয়ালি থানা পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় নিহত খোকন ও আরমান এবং খোকনের ভাই লিটন একই প্রাইভেট কারে ছিলো। খোকন ইঞ্জিন মিস্ত্রী হওয়ায় প্রাইভেট কার ঠিক করে পরীক্ষা করার জন্য ৩জন এক সাথে বাহির হয়। যশোর মাগুরা সড়কের বাহাদুরপুর এলাকায় পৌঁছালে একটি মটর সাইকেল আরোহী কে বাঁচাতে সজোরে গাছের সাথে ধাক্কা খায়। এসময় গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তিন জনকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুর রহমান, আরমান ও খোকনকে মৃত্যু ঘোষণা করেন। লিটন গাড়ী থেকে লাফ দেয়ায় সামান্য আহত হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। অপরদিকে নিহত শিমুল হোসেন মটরসাইকেল যোগে শহরতলীর চাচড়া এলাকায় এসে পৌছালে অজ্ঞাতনামা গাড়ীর ধাক্কায় গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক সাইফুর রহমান পৌনে ৮টার দিকে মৃত্যু ঘোষণা করেন। যশোর হাইওয়ে পুলিশের সিনিয়ার সহকারী পুলিশ সুপার আলী আহমেদ হাসমি জানান, আমরা ঘটনার সংবাদ শুনেছি দূরে আছি এই মুহূর্তে ঘটনাস্থলের দিকে যাচ্ছি। বারোবাজার হাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, মরদেহ যশোর হাসপাতাল মর্গে রয়েছে। আইনানুক ব্যবস্থা নেয়া হবে। যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন আইনগত প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version