দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ বিপুল উৎসাহ উদ্দীপনা ও অত্যন্ত আনন্দঘন পরিবেশে সুন্দর সুষ্ঠভাবে কিশোরগঞ্জের কটিয়াদী প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি -কটিয়াদী উপজেলা শাখা নির্বাচনে “ইকবাল – নূরুল আমীন -নিয়াজ”প‍্যানেল ৫১টি পদের মধ‍্যে ৫০টিতে জয়লাভ করেছে।

শুক্রবার সকার ৯টা থেকে বিকার ৪টা পর্যন্ত প্রাথমিক শিক্ষক সমিতির অফিস কার্যালয় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

রিটার্নিং অফিসসুত্রে জানা যায,এ নির্বাচনে ৪টি বুথে এবং ৯ জন নির্বাচন পরিচালনায় করেন। ভোট সংখ্যা ছিল ৬৬০,বিদ্যালয় সংখ্যা ১১৯টি,প্রার্থী ১০৮ জন অংশগ্রহন করেন।

এ নির্বাচনে রিটার্নিং অফিসার ও প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রাথমিক শিক্ষক সমিতির কটিয়াদী উপজেলা শাখার চেয়ারম্যান,কিশোরগঞ্জ সাঃ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন শাহীন,প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মোঃ শামছুল হক ফরহাদ। পোলিং অফিসারের দায়িত্বে ছিলেন ১২জন।

শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্বেও ৬৬০ জন ভোটারের মধ্যে ৬৩৫ জন শিক্ষক উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে কষ্ট করে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ । এতে সভাপতিত্ব সভাপতি হিসেবে আবু সাইদ মোহাম্মদ ইকবাল ৩৭৫ভোট পেয়ে বিজয়ী হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুবুর রহমান পেয়েছেন ২৫২ ভোট,নির্বাহী সভাপতি হিসেবে নুরুল আমিন ৩৩২ভোট পেয়ে বিজয়ী হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একে এম ফখরুল আলম পেয়েছেন ২৯৩ভোট এবং সাধারণ সম্পাদক হিসেবে নিয়াজ মোহাম্মদ ৩৪৬ভোট পেয়ে বিজয়ী হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাল উদ্দিন পেয়েছেন ২২৬ ভোট।সিনিয়র সহ সভাপতি হিসেবে সাজিদুল ইসলাম সেলিম ৩৬১ পেয়ে বিজয়ী হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাফীকুর রহমান পেয়েছেন ২০৯ ভোট।

নির্বাচন পরিদর্শণ করেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ,উপজেলা পরিষদের চেয়ারম্যান মুশতাকুর রহমান,উপজেলা নির্বাহী অফিসার খানজাদা শাহরিয়ার বিন মান্নান,কটিয়াদী পৌরসভার মেয়র শওকত উসমান,কটিয়াদী মডেল থানার ওসি এসএম শাহাদাত হোসেন,উপজেলা আওয়ামী লীগের নেতা ও সাবেক ভিপি সিদ্দিকুর রহমান ভূইয়া,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদসহ বিভিন্ন সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ।

বিজয়ীরা বলেন, নির্বাচনকে সফল করার জন্য মাননীয় জাতীয় সংসদ সদস্য নুর মোহাম্মদ মহোদয় নিজে উপস্থিত হয়ে যে অনন্য ভূমিকা রেখেছেন তা অত্র উপজেলার প্রাথমিক শিক্ষক সমাজ আজীবন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি,কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি আবুল কাসেম স্যার,কটিয়াদি উপজেলার সম্মানিত নির্বাহী অফিসার, ভারপ্রাপ্ত কর্মকর্তা, রাজনৈতিক নের্তৃবৃন্দ,সাংস্কৃতিক কর্মী,সাংবাদিক বৃন্দ, উপজেলার সকল শিক্ষকবৃন্দ প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version