আহমেদুজ্জামান আলম, কমলগঞ্জ (মৌলভীবাজার): মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প ( ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগ কমলগঞ্জ উপজেলার আলীনগর ও শমশেরনগর সড়ক ইউনিয়নের অন্তর্গত সড়কে সোলার বাতি স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকাল ৪টায় বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে এবং কমলগঞ্জ উপজেলা পরিষদের বাস্তবায়নে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সড়ক বাতি স্থাপন কাজের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো. রফিকুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, জাইকার প্রতিনিধি মুজিবুর রহমান, সাউর্দান গ্রুপের প্রতিনিধি এবিএম শাহজালাল আকন্দ, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, সাংবাদিক এম এ ওয়াহিদ রুলু, মোনায়েম খাঁনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য সাউর্দান গ্রুপ কর্তৃক নির্মিত উপজেলার আলীনগর – শমশেরনগর ৫ কিলোমিটার সড়কে প্রায় ২৮ লক্ষ টাকা ব্যয়ে ৯৪টি সোলার বাতি স্থাপন করা হবে।