নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের বগিলাগাড়ী গ্রামের জামে মসজিদের ফল জাতীয় গাছসহ অন্যান্য প্রজাতির গাছ কর্তন করায় ১৪জনের নামসহ অজ্ঞাত আরো ৫/৭জনকে আসামী করে সদর থানায় লিখিত অভিযোগ করেন অত্র মসজিদের সভাপতি হামিদুল ইসলাম।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৮ ডিসেম্বর মসজিদের মাঠে তাফসির মাহফিল চলাকালীন সময় অভিযুক্ত ব্যক্তিরা পূর্ব পরিকল্পিত ভাবে মসজিদ কমিটির কাউকে কিছু না বলে কয়েকটি জামের গাছসহ অন্যান্য প্রজাতির ১২টি গাছ গোপনে কেটে বিক্রি করেছে। গাছ গুলোর আনুমানিক মুল্য ১লক্ষ ১০হাজার টাকা।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন, ওই এলাকার লুৎফর রহমান, হযরত আলী, সিরাজুল ইসলাম, আলম হোসেন, মজিবর রহমান, জাহিদ সোহেন, আবু সাঈদ, বেলাল হোসেন, আহসানুল হক, জামদ্দিন মামুদ, আবুজার রহমান, সামছুল হক, আসাদুল হক ও মোকছেদুল ইসলামসহ অজ্ঞাতনামা ৫/৭জন।
সোমবার বিকালে সরেজমিনে গিয়ে জানা যায়, অভিযুক্ত ব্যক্তিরা আলাদা মসজিদ নির্মাণ করায়, পুরাতন জামে মসজিদের রক্ষিত গাছ গুলো কেটে উজাড় করেছে। স্থানীয়দের মধ্যে রজব আলী, ওয়াদুদ রহমান, আমরুল হক, মমিনুর রহমান ও রুস্তম আলীসহ অনেকে বলেন, মসজিদের ওয়াজ মাহফিল নিয়ে ব্যস্ত থাকার সুযোগে ওরা কয়েকটি জামগাছ ও ইউকালেক্টরের গাছসহ ১০/১২টি গাছ কেটে বিক্রি করেছে।
বাধা দিতে গেলে মাহফিলের ব্যাঘাত ঘটে, এজন্য কিছুই বলতে পারিনি। মাহফিল শেষে কথা বলতে চাইলে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছে, এমনটি মসজিদের ওয়াকফকৃত জমি দখলের হুমকি দিচ্ছেন বলে অভিযোগকারী হামিদুল ইসলাম জানান। অভিযুক্তদের কাউকে না পাওয়ায় তাদের মন্তব্য দেয়া সম্ভব হয়নি।