সাব্বির হোসেন, পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর উদ্যোগে ও ব্যবসায় প্রশাসনের সহযোগিতায় ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয় আলোচনা সভা।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) ব্যবসায়ী প্রশাসনের একাডেমি ভবনের ১০২নং কক্ষে সকাল ১১ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অধ্যাপক ড. ইমরানুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ে প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক আবুল বশার খান।
এছাড়াও উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আফজাল হোসেন, ইকোনোমিক্স এন্ড সোসিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক
অনুপ কুমার মন্ডল, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল-তৌফিক হাসান সহ ব্যাবসায়ে প্রশাসন অনুষদের শিক্ষার্থীরা। আলোচক হিসেবে ছিলেন ক্যাব এর কো-অর্ডিনেটর প্রকৌশলী শুভ কিবরিয়া, দৈনিক খোলা কাগজের সাবেক সম্পাদক ড. কাজল রশীদ শাহীন, ক্যাব এর উন্নয়ন কর্মী মারুফা কলি।