নাদিম হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় কানসাট স্টেডিয়াম মাঠে মর্নিং কিংস ক্রিকেট দল আয়োজিত টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালপ কানসাট ক্লাব স্টেডিয়ামে টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠানে কানসাট ক্লাবের আহ্বায়ক শ্রী সুবোধ দত্তের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কানসাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সেফাউল মূলক, শিবগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী শহীদ মিয়া, কানসাট ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আলাউদ্দিন, দুই নাম্বার ওয়ার্ডের মেম্বার সাইদুুল ইসলাম মিন্টু, ১নং ওয়ার্ড সদস্য মোঃ ইমরান আলী,৩নং ওয়ার্ডা সদস্য মোঃ সেলিম রেজাসহ স্হানীয় নেতৃবৃন্দ।
টি-টেন ক্রিকেট চ্যাম্পিয়নশীপে মর্নিং কিংস ক্রিকেট দলের ৫টি দল নিয়ে টেপ টেনিস বলে খেলার আয়োজন করা হয়েছে।
পয়েন্ট তালিকায় প্রথম ও দ্বিতীয় দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।