দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

১৯৭১ সালে ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হলেও বিশেষ তাৎপর্য বহন করে ২০ ডিসেম্বর। মৌলভীবাজারবাসীর কাছে একটি বেদনার দিন। ১৯৭১ সালের এই দিনে মাইন বিস্ফোরণে অর্ধ-শতাধিক মুক্তিযোদ্ধার হতাহতের ঘটনা ঘটে। তাই এ দিবসটি স্থানীয়ভাবে শহীদ দিবস হিসেবে পালন করা হয়।
দিবসটি উপলক্ষে আজ ২০ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে স্থানীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ,এমপি, জেলা প্রশাসক মো.মীর নাহিদ আহ্সান, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাউর রহমান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন প্রমুখ।
জানা যায়, ১৯৭১ সালের ৮ ডিসেম্বর মৌলভীবাজার ও ১৬ ডিসেম্বর সারা দেশ মুক্ত হয়। মুক্তিযোদ্ধারা জেলার বিভিন্ন স্থান থেকে এসে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে স্থাপনকৃত মুক্তিযোদ্ধা হেড কোয়ার্টারে এসে আশ্রয় নিয়েছিলেন। উদ্দেশ্য ছিল এখানে কিছুদিন বিশ্রামের পর নিজ নিজ বাড়িতে ফিরে যাবেন। কিন্তু সেই সুযোগ আর কারও হয়নি। ১৯৭১ সালের ২০ ডিসেম্বর এই দিনে দুপুর বেলা আকষ্মিক বিদ্যালয় ভবনে মাইন বিস্ফোরণ ঘটলে মুহূর্তেই সবকিছু লণ্ডভণ্ড হয়ে যায়। মাইন বিস্ফোরণে ক্যাম্পে থাকা মুক্তিযোদ্ধাদের দেহ ছিন্নভিন্ন হয়ে বিভিন্ন স্থানে ছিটকে পড়ে। এসময় অর্ধ-শতাধিক মুক্তিযোদ্ধা ঘটনাস্থলে শহীদ হন।
পরে মুক্তিযোদ্ধাদের ছিন্নভিন্ন দেহ জড়ো করে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের দক্ষিণ-পূর্ব প্রান্তে সমাহিত করা হয়।
এরপর থেকেই মৌলভীবাজারবাসী ২০ ডিসেম্বর স্বাধীনতার সেই সময় থেকে স্থানীয় ভাবে শহীদ দিবস হিসেবে পালন করে আসছেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version