দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

শেখ শাহরিয়ার হোসেন, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগে মহাকবি কালিদাসের “অভিজ্ঞান শকুন্তলম্” নাটকের প্রদর্শনী হয়েছে। নাট্য দৃশ্য নির্মাণ কোর্সের পরীক্ষার কাজ হিসেবে বিভাগটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা নাটকটি মঞ্চায়িত করেন।

রোববার (১৮ ডিসেম্বর) ও সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে বিভাগটির ল্যাব রুমে নাটকটির প্রদর্শনী হয়েছে। নাটকটির নির্দেশনা দিয়েছেন নাট্যকলা বিভাগের প্রভাষক আফরিন হুদা তোড়া।

নাটকটিতে নৃত্য ও দেহ বিন্যাস পরিচালনা করেন একই বিভাগের প্রভাষক কৃপাকণা তালুকদার এবং রুবাইয়া জাবীন প্রিয়তা। সংগীত তত্ত্বাবধানে ছিলেন সহকারী অধ্যাপক ক্যাথরিন পিউরীফিকেশন এবং সঙ্গীত প্রক্ষেপণ ও দ্রব্য সামগ্রী নির্মাণ করেন করেন প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন বিভাগের ৭ম আবর্তনের শিক্ষার্থীরা। এতে দুষ্যন্তের চরিত্রে অভিনয় করেন অর্ঘ্য, শান্ত, সৌমিক, মেশকাত,আলম ও মারুফ এবং শকুন্তলা চরিত্রে অভিনয় করেন কর্ণা, নিশা, ঈশিতা ও সোমালি। নাটকটিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেন সাথী, রাশেদ, সাব্বির, প্রিন্স, অনন্যা, রঞ্জন, নদী, বাবলু, সাম্য, মোমিত, রুদ্র, তাসিন, রোহান, স্বপ্নীল, রঞ্জন, গৌর, বুশরা, অনামিকা,মীম,সানজিদা,বৃষ্টি, প্রিন্স,সুমাইয়া, অরুন্ধতী,নদী, অনামিকা, বুশরা , রাসেল, প্রিয়তী এবং আলোক প্রক্ষেপণে ছিলেন রঞ্জন এবং খুশি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version