ময়মনসিংহ প্রতিনিধি : ১৯৭১ সনে জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করে বিজয়ী হয়েছেন এদেশের বীর মুক্তিযোদ্ধারা। দেশের স্বাধীনতা রক্ষায় প্রয়োজনে আবারও যুদ্ধ করব। মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, যাবে। তাই দেশের স্বাধীনতার চেতনার বিরুদ্ধে যারা অবস্থান নিবে, তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। মহান বিজয় দিবস উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি এ কথাগুলো বলেন।
শুক্রবার (১৬ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে ও মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন- উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, সহকারি কমিশনার (ভূমি) মোসাঃ নিকহাত আরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আনজুম পপি, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমান্ডার মোঃ নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, আব্দুল কাদির প্রমুখ।