স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ উইকিপিডিয়া সম্প্রদায়ের উদ্যোগে এই ফটোওয়ার্ক অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর ২০২২ সকাল ১১টায় ময়মনসিংহ উইকিপিডিয়া সম্প্রদায়ের এই ফটোওয়ার্ক কেন্দুয়া উপজেলা, নেত্রকোনা জেলায় অনুষ্ঠিত হয়। এটি ছিলো ময়মনসিংহ সম্প্রদায়ের দ্বিতীয় অফলাইন ফটোওয়ার্ক কার্যক্রম।
উইকিপিডিয়ার ফটোওয়ার্কে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উইকিপিডিয়া সম্প্রদায়ের সমন্বয়ক এবং উইকিমিডিয়া বাংলাদেশের সদস্য দোলন প্রভা, লেখক ও উইকিপিডিয়ান অনুপ সাদি, কবি এনামূল হক পলাশ, অন্তরাশ্রম সাহিত্য পত্রিকার প্রকাশক মাহবুবা এনাম সুমা, ব্যবহারকারী সম্পাদক গালিব হাসান ও আহনাফ হক।
উপস্থিত উইকিপিডিয়ানরা সবাই নেত্রকোনা শহরে মিলিত হন। বাংলা উইকিপিডিয়াতে নিজেদের কাজ ও করণীয় সম্পর্কে সংক্ষিপ্ত কথা বলেন। এরপরে ব্যটারি চালিত ইজিবাইকের মাধ্যমে কেন্দুয়া বাজারের উদ্দেশ্যে রওনা হন। পথে বিভিন্ন উদ্ভিদ, ব্রিজ, নদী ও গুরুত্বপূর্ণ স্থান এবং অফিসের ছবি তুলেন। এরপরে রোয়াইলবাড়িতে গিয়ে প্রত্নত্তাত্বিক স্থানগুলো ছবি তুলেন।
এই উইকি ফটোওয়ার্কটি ছিলো সবার জন্য উন্মুক্ত, তাই যারা বাংলা উইকিপিডিয়া বা উইকিমিডিয়া কমন্স সম্পর্কে স্বচ্ছ ধারনা রাখেন না, তারাও অংশ নিয়েছিলেন। ছবি তোলার সাথে সাথে নিজেদের কাজের অভিজ্ঞতা নিয়ে আলোচনা হয়। ছবি তুলতে গিয়ে গ্রামবাসীদের সাথে কথা হয়। স্থাপনাগুলো রক্ষা করার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়।
এছাড়াও ফটোওয়ার্কে ময়মনসিংহ উইকিপিডিয়া সম্প্রদায়ের আগামী কর্ম পরিকল্পনা নিয়ে কথা হয়। নেত্রকোনা জেলার আশেপাশে অন্যান্য স্থাপনার ছবি তোলা ও অন্যান্য কার্যক্রম কীভাবে করা যায় সেই বিষয়ে কথা হয়। ছবিগুলো বাংলা উইকিপিডিয়ায় যুক্ত করে নিবন্ধকে সুন্দর করার বিষয়ে আলোচনা করা হয়। সন্ধ্যার মধ্যে প্রাণবন্ত ফটোওয়ার্কের কার্যক্রম সমাপ্ত হয়।