এ,এম স্বপন জাহান, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের মধ্যনগরে পুলিশের পৃথক অভিযানে ৬ জন মাদক ব্যবসায়ীকে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ।
বৃহস্পতিবার(১৫ ডিসেম্বর ) ভোর ৫ টার দিকে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা(দঃ) ইউনিয়নের চান্দালীপাড়া ও হামিদপুর গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন, মধ্যনগর উপজেলার বংশিকুন্ডা দক্ষিন ইউনিয়নের চান্দালীপাড়া গ্রামের ছাবির মিয়ার ছেলে সাদিকুল (৫০) একেই গ্রামের মো, রশিদর ছেলে লালন মিয়া ও (২৮) মো. আলী হোসেন(৩৫) মো. সবুজ মিয়ার ছেলে মো. মাহাবুব (২২) ওই ইউনিয়নের হামিদপুর গ্রামের সুমন মিয়ার ছেলে শাকিল মিয়া (২২) একেই গ্রামনের লাল চাঁন মিয়ার ছেলে মিঠন মিয়া (২০)।
মধ্যনগর থানার ওসি মো. জাহিদুল হক বলেন, উপজেলার চান্দালীপাড়া গ্রাম থেকে গ্রেপ্তার সাদিকুল, লালন মিয়া, মো. আলী হোসেন, মো. মাহাবুব, শাকিল মিয়া, মিঠন মিয়া এলাকায় ছয়জন চিহ্নিত মাদক বিক্রেতা হিসেবে পরিচিত। তাঁরা দীর্ঘদিন ধরে নিজ গ্রামসহ আশপাশের বিভিন্ন এলাকায় গোপনে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। পুলিশও মাদকসহ তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল।
বৃহস্পতিবার ভোর ৫ দিকে ওই ছয় মাদক কারবারি নিজ বাড়িতে বসেই গাঁজা বিক্রি করছেন- এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে পৃথক পৃথক অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরো বলেন, ওই ছয় মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে।