তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী অনলাইন প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য হাজী মোঃ জামিল উদ্দিনের প্রবাস গমন উপলক্ষে জুড়ী অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকালে জুড়ী অনলাইন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সম্প্রতি বিভিন্ন সমাজ সেবামূলক কর্মকান্ডে অবদান রাখায়, প্রবাসগমন উপলক্ষে বিদায়ী অনুষ্ঠান জুড়ী অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
জুড়ী অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দাতা ক্রাইম জার্নালিস্ট এস এম জালাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুড়ী অনলাইন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি আব্দুর রহমান শাহীন, জুড়ী অনলাইন প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও দৈনিক খোলা চিঠি জুড়ী উপজেলা প্রতিনিধি মোঃ জাহিদুল ইসলাম জায়েদ, জুড়ী অনলাইন প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ভোরের সময় জুড়ী ও বড়লেখা প্রতিনিধি মোঃ জাকির হোসেন ও প্রভাত টিভির প্রতিনিধি মাজহারুল ইসলাম তামিম প্রমূখ।
বিদায়ী সংবর্ধনায় প্রবাসী এ তরুণ সমাজসেবক বলেন, আমি কোন রাজনীতি করিনি। তবে রাজনীতিবিদ বা জনপ্রতিনিধি না হয়ে ও মনের ইচ্ছা থাকলে অসহায়-সুবিধা বঞ্চিত সমাজের পাশে দাঁড়ানো সম্ভব। আপনারা আমাকে অতীতের ন্যায় ভবিষ্যতে ও সমাজের অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিবেন। ইনশাআল্লাহ যখনই ডাকবেন আমাকে পাবেন আপনাদের পাশে আছি। সমাজের অসহায়দের পাশে দাঁড়াতে পারলে নিজেকে আনন্দিত মনে করি বলে উক্তি করেন।