রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ফুলছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বুধবার (১৪ ডিসেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিন্টু মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জহিরুল ইসলাম, ফুলছড়ি থানার কর্মকর্তা (ওসি) কাওছার আলী, অধ্যক্ষ এটিএম রাশেদুজ্জামান রোকন, উপজেলা শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সোহেল রানা প্রমুখ।
এর আগে শহীদদের স্মরণে উপজেলার পরিষদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সকল শহীদদের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।