মো. মাসুম বিল্লাহ, ভালুকা প্রতিনিধি:
আংগার গাড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। ম্যানেজিং কমিটির সভাপতি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব এম এ ওয়াহেদ সভায়, শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষক,শিক্ষার্থীদের বিভিন্ন পরামর্শ দেন। ম্যানেজিং কমিটির সভা শেষে শিক্ষার্থীদের আদর্শ, দক্ষ, সুনাগরিক আধুনিক শিক্ষায় শিক্ষা নিতে শিক্ষার্থীদের সাতে মত বিনিময় করেন অত্র বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব_এম_এ_ওয়াহেদ ও বাংলাদেশ ছাত্রলীগ, ভালুকা উপজেলা শাখার সভাপতি ইফতেখার আহমেদ সুজন।
উপজেলা ছাত্রলীগ সভাপতি ইফতেখার আহমেদ সুজন শিক্ষার্থীদের আধুনিক, যুগোপযোগী, তথ্য প্রযুক্তি নির্ভর, সৃজনশীল শিক্ষায় শিক্ষিত হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করতে উদ্ধুদ্ধ করেন।
এ সময় অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকল সদস্য, শিক্ষকমন্ডলী,শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।