দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কের ট্রাক চাপায় চালকসহ মোটরসাইকেলের দুজন আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন। সোমবার (২২ আগস্ট) দুপুরের দিকে ওই সড়কের পূর্বধলা উপজেলার জারিয়া বাসস্ট্যান্ড এলাকায় কংস নদীর ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার নাহরাবাজার এলাকার নুর ইসলামের ছেলে আনোয়ার হোসেন (৩০) ও মোটরসাইকের চালক একই এলাকার হেকিম মিয়ার ছেলে জুয়েল মিয়া (২৭)। মোটরসাইকেলের আরেক আরোহী মারুফা অলোকিকভাবে বেঁচে গেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভাড়ায় চালিত মোটরসাইকেল যোগে আনোয়ার হোসেন তার খালাতো বোন মারুফাকে নিয়ে দুর্গাপুর থেকে গৌরীপুরের দিকে যাচ্ছিলেন। শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কের জারিয়া বাসস্ট্যান্ড এলাকায় কংস নদীর ব্রিজের ঢাল দিয়ে নামার সময় পেছন দিক থেকে বালু বোঝাই ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক জুয়েল ও আরোহী আনোয়ার হোসেন মারা যান। অলৌকিকভাবে মোটরসাইকেলের আরেক আরোহী মারুফা বেঁচে যান।

দুজন নিহতের সত্যতা নিশ্চিত করে পূর্বধলা থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আলম বলেন, ঘাটত ট্রাকটি পুলিশ হেফাজতে ও এর চালক পলাতক রয়েছে। মৃতদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version