মো. মাসুম বিল্লাহ : ভালুকা প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামীলীগের নির্দেশে, ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশ ব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে ভালুকায় ও ময়মনসিংহে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছে ভালুকা উপজেলা ছাত্রলীগ। ১৭ আগস্ট সকাল ১১টায় ভালুকা উপজেলা আওয়ামীলীগ কতৃক আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে ছাত্রলীগ। ভালুকা উপজেলা ছাত্রলীগ সভাপতি ইফতেখার আহমেদ সুজন ও সাধারণ সম্পাদক অনিক তালুকদার এর নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ কতৃক আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে ভালুকা উপজেলা ছাত্রলীগ। এসময় ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী নিয়ে তারা উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জঙ্গিবাদের বিরুদ্ধে স্লোগান দিয়ে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ভালুকা উপজেলায় বিক্ষোভ মিছিল শেষে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের আহ্বানে ময়মনসিংহ শহরে জঙ্গিবাদ ও সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে। এ সময় ময়মনসিংহ জেলা ছাত্রলীগ সভাপতি আল আমিন ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের নেতৃত্বে, ভালুকা উপজেলা ছাত্রলীগের শত শত নেতাকর্মী নিয়ে উপজেলা ছাত্রলীগ সভাপতি ইফতেখার আহমেদ সুজন ও সাধারণ সম্পাদক অনিক তালুকদার বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। এ সময় ময়মনসিংহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে হাজারো নেতাকর্মীর বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত হয় ময়মনসিংহের রাজপথ। “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শেখ শেখ, শেখ মুজিব, লও লও, লও সালাম” “জঙ্গিবাদের ঠিকানা বাংলাদেশে হবে না” ইত্যাদি স্লোগানে মুখরিত হয় ভালুকা ও ময়মনসিংহ শহরের রাজপথ।