এম এইচ রনি,নীলফামারী জেলা প্রতিনিধিঃ শহর সৌন্দর্য বর্ধণে বৃক্ষরোপণ কর্মসুচী পালন করেছে বাংলাদেশ গার্ল গাইড এ্যাসোসিয়েশন নীলফামারী। মঙ্গলবার দুপুরে জেলা শহরের পৌর সুপার মার্কেটে এই কর্মসুচীর উদ্বোধন করেন নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ। এ সময় নীলফামারী পৌরসভার সচিব মশিউর রহমান, বাংলাদেশ গার্ল গাইড এ্যাসোসিয়েশন নীলফামারী জেলা ইউনিটের কমিশনার শাহের বানু ও সম্পাদিকা সীমা পারভীন উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে দশটি সৌন্দর্য বর্ধক গাছের চারাসহ টপ বিতরণ করা হয় মার্কেট কর্তৃপক্ষের কাছে। বাংলাদেশ গার্ল গাইড এ্যাসোসিয়েশন নীলফামারী জেলা কমিশনার শাহের বানু বলেন, শহরকে সৌন্দর্য বর্ধক হিসেবে গড়ে তুলতে এই উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি কয়েকটি স্কুলেও গাছের চারা দেয়া হয়েছে। উপজেলা পর্যায়েও অনুরুপ কর্মসুচী পালন করা হচ্ছে। উদ্বোধনী দিনে পৌর সুপার মার্কেটে দশটি টপসহ গাছের চারা দেয়া হয়। নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ বলেন, শহরকে সুন্দর করতে শুধু যে পৌরসভা কাজ করবে তা কিন্তু নয়, যে কেউ এগিয়ে আসতে পারেন এতে আমরা সহযোগীতা করবো। কারণ এই শহরটি আমার আপনার সবার। গার্ল গাইড যে উদ্যোগ নিয়েছে আমি এর প্রশংসা করি।