টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী পালিত। এ উপলক্ষে ১৬ আগষ্ট ধুবড়িয়া তে-রাস্তা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামী লীগ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমুহের আয়োজনে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শোক দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে। ১৬ আগষ্ট মঙ্গলবার সকাল থেকে কোরআন খতম, আলোচনা সভা, শোক র্যালী, মিলাদ ও দোয়া মাহফিল ও তোবারক বিতরণের মাধ্যমে শোকের এ দিনটি গভীর শোকের সাথে পালন করেছে ধুবড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ। এ্যাড. এজাদুর রহমান রাসেলের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মো. আরশেদ হোসেন চঞ্চলের সভাপতিত্বেও ইয়ারোপ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কুদরত আলী। এছাড়াও উপস্থিত ছিলেন ধুবড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মতিয়ার রহমান মতি, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আওলাদ হোসেন লিটন, নাগরপুর সরকারি কলেজের সাবেক ভিপি আল মামুন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী বৃন্দ। এসময় বক্তরা বলেন, ১৫ আগস্ট হচ্ছে একটি জাতীয় শোকের দিন। দিনটি বাংলাদেশের ইতিহাসের একটি কালো অধ্যায়। ৪৭ বছর আগে বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকলকে ঘাতকরা নির্মম হত্যা করে। এই দিনটি আমাদের জন্য শোকাবহ বেদনাদায়ক একটি দিন। দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।