মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি প্রতিনিধিঃ বুকে কালো ব্যাচ ধারণ করে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে। সোমবার সকালে সুইচ বাংলাদেশ পরিচালিত বাগজানা বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের সভাপতি দুলার অধিকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাগজানা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউনুছ আলী, সাধারণ সম্পাদক হাফিজার রহমান, সাংগাঠনিক সম্পাদক ও বাগজানা ইউনিয়নের প্যানেলে চেয়ারম্যান আরিফ হোসেনসহ আরো অনেকে। শেষে বঙ্গবন্ধুসহ তার পরিবারের শাহাদৎ বরণকারী সকলে সদস্যের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।


