আরিফুর রহমান, ঝালকাঠি।। ঝালকাঠি সরকারি কলেজে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। সোমবার (১৫ আগস্ট) সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়।সকাল সাড়ে ৯ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এরপর কলেজ লাউঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ প্রফেসর সুকদেব বাড়ৈ, শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক ইলিয়াস বেপারী, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মো. আ. সালাম,বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সুকেশ রঞ্জন হালদার, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক দিলরুবা খানম,হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বজলুর রশিদ, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মাসুম বিল্লাহ, প্রভাষক প্রণয় বিশ্বাস। এদিকে, বাদ যোহর কলেজ মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সব শহীদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।