পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুরা এলাকায় ৬ হাজার ১০৫ পিস ইয়াবা সহ মো. নূরুল ইসলাম নামে এক পিকআপ চালককে আটক করেছে র্যাব। এ সময় মাদক বহনকারী পিকআপটি জব্দ করা হয়েছে। র্যাব-৭ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। জব্দকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ৩০ লাখ ৫২ হাজার টাকা। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে ফেনী শহরের রামপুরস্থ মদিনা অটো মোবাইলস গ্যারেজের সামনের রাস্তায় অভিযান চালায় র্যাব-৭, সিপিসি-১ ক্যাম্পের র্যাব সদস্যরা। এসময় একটি পিকআপ আটক করা হয়। পিকআপটি তল্লাশি চালানোর এক পর্যায়ে পিকআপের ড্রাইভিং সিটের পেছনে বিশেষ কৌশলে লুকানো একটি শপিং ব্যাগের ভেতর থেকে ৬ হাজার ১০৫ পিস ইয়াবা জব্দ করা হয়। একই সঙ্গে আটক করা হয় পিকআপটির চালক মো. নূরুল ইসলামকে। র্যাব আরো জানায়, জব্দকৃত মালামালসহ আটক পিকআপ চালককে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।