আমরা বিদ্যুৎ দিয়েছি ঘরে ঘরে। এখন বিদ্যুৎ একটু কম পেলেও মাস খানেক পরই আবার সব ঠিক হয়ে যাবে। অর্থের ঘাটতি হওয়ায় এই সময়ে আমরা কিছুটা অসুবিধায় আছি। এই সমস্যা আমাদের তৈরি নয়। অন্য রাষ্ট্রের তৈরি সমস্যা আমাদের ওপর এসে পড়েছে। ধৈর্য ধারণ করলে সবকিছু ঠিক হয়ে যাবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার এফআইভিডিবি হলে সোমবার দুপুরে স্বেচ্ছাদীন তহবিল থেকে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, বন্যায় যাদের ক্ষতি হয়েছে, তাদের কষ্ট দূর করার জন্য সরকার চেষ্টা করেছে, আরও করবে। সরকার কষ্টে থাকা মানুষের সঙ্গে আছে। জমি ভিটাহীন মানুষদের দুই শতক জায়গাসহ ঘর দেবার শেখা হাসিনার এমন উদ্যোগ আগে কোন সরকার নেইনি। প্রধানমন্ত্রী চান দেশের সকল মানুষ শান্তিতে থাকুক। এইবারের বন্যায় গরিবের কষ্ট হয়েছে বেশি। কাঁচা ঘর-বাড়ি ভেসে গেছে। সরকার তাদের সহায়তা করছে, আরও করবে।

উপস্থিত লোকজনকে উদ্দেশ্যে করে সরকারকে একটু সময় দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘শেখ হাসিনার সরকার গরিবের সরকার। আপনারা ভোট দিয়েছেন, এজন্য গরিবের সরকার ক্ষমতায় আছে। আবারও ভোট দেওয়ার সময় আসবে। যারা গরিবের কাজ করে তাদেরকেই ভোট দেবেন।

দ্যা মেইল বিডি/খবর সবসময়

 

 

Share.
Leave A Reply

Exit mobile version