দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: “দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমআলো বন্ধুসভা, বশেমুরবিপ্রবি কর্তৃক বৃক্ষ রোপণ কর্মসূচি-২০২২ অনুষ্ঠিত হয়েছে। ৪ আগস্ট (বৃহস্পতিবার) ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় উৎসবমুখর পরিবেশে ১৩ প্রজাতির প্রায় শতাধিক বৃক্ষ রোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মজনুর রশিদ,গোপালগঞ্জ জেলা বন্ধুসভার সভাপতি, কাশবন সাহিত্য পত্রিকার সম্পাদক কবি মিন্টু হক ও বশেমুরবিপ্রবি প্রথমআলো বন্ধুসভার সভাপতি সেলিম রেজাসহ প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী। বৃক্ষরোপণ কর্মসূচি সম্পর্কে প্রথম আলো বন্ধুসভা, বশেমুরবিপ্রবি শাখার সভাপতি সেলিম রেজা বলেন, অত্যন্ত উৎসবমুখর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে বশেমুরবিপ্রবি প্রথমআলো বন্ধুসভার সকল বন্ধু এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করে। গাছের সাথে আমাদের অস্তিত্বের সম্পর্ক জড়িত। আমাদের জীবন ও জীবিকার জন্য গাছের প্রয়োজনীয়তা অপরিহার্য। আমাদের বেঁচে থাকার জন্য গাছ অক্সিজেন সরবরাহ করে । এছাড়া বিভিন্ন প্রজাতির এসব গাছ ক্যাম্পাসের শোভাবর্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রথম আলো বন্ধুসভা সব সময় সমাজ,দেশ এবং মানুষের কল্যাণে কাজ করে। তারই ধারাবাহিকতায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন ধরনের ঔষুধি,ফলজ এবং বনজ গাছ লাগানো হয়।আগামীতেও বন্ধুসভা এ ধরনের শুভ কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version