স্টাফ রিপোর্টার : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ্য পুত্র শেখ কামালের ৭৩ তম জন্ম দিন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে নেত্রকোনা জেলা দল স্বাগতিক শেরপুর জেলা দলকে ২-১ গোলে পরাজিত করেন।
শুক্রবার (৫ আগস্ট) বিকেলে শেরপুর স্টেডিয়ামে নেত্রকোনা জেলা দলের সাথে স্বাগতিক জেলা দলের মাঝে ফুটবেল ম্যাচ অনুষ্ঠিত হয়।
নেত্রকোনা জেলা দলের পক্ষে নেতৃত্ব দেন নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার মো. শাকের আহমেদ। নেত্রকোনার পক্ষে প্রথম গোল করেন রাসেল ও দ্বিতীয় গোলটি করেন রেজ্জাতুল। স্বাগতিকদের পক্ষে গোল করেন রিপন।
খেলা শেষে বিজয়ী ও বিজীত দুই দলকে পুরস্কিত করা হয়। উভয় দলের হাতে পুরস্কার তুলে দেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাহেলা আক্তার।