দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

মহিবুল ইসলাম, বরগুনা জেলা প্রতিনিধিঃ বরগুনার পাথরঘাটায় যুবদলের মিছিলে ছাত্রলীগের হামলার ঘটনায় ১১ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পাথরঘাটা থানাসংলগ্ন উপজেলা বিএনপি অফিসের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন আবু বকর সিদ্দিক মেছাল, গিয়াস মাহমুদ, সোয়ানুর রহমান সোহাগ, মামুন আহমেদ, রিয়াজ, সজল, বায়জিদ বোস্তামী, জসিম, ফোরকান, খাইরুল শরীফ ও নান্টু মিয়া। জানা গেছে, বরগুনার পাথরঘাটায় লোডশেডিং, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিসহ ভোলায় বিএনপির দুই নেতাকে হত্যার প্রতিবাদে যুবদলের নেতা-কর্মীরা মিছিল করেন। মিছিল শেষে দলীয় কার্যালয়ে পথসভা করার সময় অতর্কিত হামলা চালান উপজেলা ছাত্রলীগের লোকজন। এ সময় যুবদলের ১১ জন নেতা-কর্মী আহত হয়েছেন। এ বিষয়ে উপজেলা যুবদলের নেতা আবু বকর সিদ্দিক মেছাল বলেন, দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরাও পাথরঘাটায় শান্তিপূর্ণ কর্মসূচি পালন করি। এতে কোনো ধরনের উসকানি ছাড়াই আমাদের ওপরে ছাত্রলীগের নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালান। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহমদ সুজন বলেন, সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটূক্তিমূলক বক্তব্য দেওয়া হচ্ছিল। এ সময় আমরা বাধা দিয়েছি। উপজেলা ছাত্রলীগের সভাপতি ওয়ালিদ মক্কী বলেন, শহরের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে যুবদলের মিছিলকারীদের দলীয় কার্যালয়ের ভেতরে গিয়ে সমাবেশ করতে বলা হয়। এ সময় তাঁরা ভেতরে যেতে না চাইলে হাতাহাতির ঘটনা ঘটে।’ এ নিয়ে পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, হামলার ঘটনার সময় উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version