স্টাফ রিপোর্টার : নেত্রকোনায় ৩১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক জব্দৃকত বিভিন্ন ধরনের ভারতীয় মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। মালিকবিহীন ধ্বংসপ্রাপ্ত মাদকের মধ্যে রয়েছে আট হাজার ৯৭৪ বোতল বিভিন্ন প্রকার মদ, ৬৬ বোতল বিয়ার, ২৫৭ বোতল ফেন্সিডিল, ৪০৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৪ কেজি ৬০০ গ্রাম গাঁজা ও ৮০ পিস সেনেগ্র/ভায়াগ্রা ট্যাবলেট। এসব জব্দকৃত মাদকদ্রবের মূল্য এক কোটি ৩৭ লক্ষ ২৫ হাজার তিনশো টাকা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিজিবির নেত্রকোনা ব্যাটালিয়নের কার্যালয়ে এমটি পার্কে ‘মাদকদ্রব্য ধ্বংসকরণ’ অনুষ্ঠানের মাধ্যমে এগুলো ধ্বংস করা হয়।
এ অনুষ্ঠানে ৩১ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল এএসএম জাকারিয়া তার বক্তৃতায় জানান, ২০১৭ সালের ডিসেম্বর মাস হতে চলতি বছরের মে মাস পর্যন্ত ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন বিওপির (বর্ডার অবজারবেশন পোষ্ট) বিজিবির সদস্য কর্তৃক মালিকবিহীন এসব ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলার সহকারি কমিশনার ও ম্যাজিস্ট্রেট এসএম মশিউর রহমান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোরশেদা খাতুন, ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. মামুন, পরিবেশ দপ্তরের সহকারি পরিচালক সাবিকুন্নাহার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আলী হায়দার রাসেল, নেত্রকোনা পৌরসভার প্যানেল মেয়র-১ মো. মহসিন আলম, কাস্টমস এক্সাইজ ও ভ্যাটের রাজস্ব কর্মকর্তা (চলতি দায়িত্বে), মো. ফারুক আহমেদ, বিজিবির বিভিন্ন স্তরের সদস্যবৃন্দসহ জেলায় কর্মকর্ত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার দায়িত্বরত সাংবাদিকবৃন্দ।