দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

তানভীর আহমেদঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যেসকল নৌযানকে ইতোমধ্যে রেজিষ্ট্রেশন নম্বর প্রদান করা হয়েছে কেবলমাত্র তারা আগামীকাল বুধবার (৩ আগষ্ট) থেকে উপজেলার পর্যটনকেন্দ্র গুলোতে পর্যটক বহন করার অনুমতি প্রদান করেছে উপজেলা প্রশাসন। তবে রেজিষ্ট্রেশন ছাড়া পর্যটক পরিবহন করা হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করার কথাও উল্লেখ করেন ইউএনও। এছাড়া রেজিষ্ট্রেশনের আওতাভুক্ত সকল নৌযানকে মানতে হবে ১২ নির্দেশনা। মঙ্গলবার (২ আগস্ট) সন্ধ্যায় তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দাপ্তরিক কাজে ব্যবহৃত (Uno Tahirpur) ফেইসবুক আইডিতে এসংক্রান্ত একটি পোস্ট করেন। নির্দেশনা গুলো হলোঃ ১। নিবন্ধনপত্র হস্তান্তরযোগ্য নয় এবং সার্বক্ষনিক নৌযানে প্রদর্শনের জন্য সংরক্ষণ করতে হবে; ২। এ নিবন্ধনপত্র উপজেলা প্রশাসন, তাহিরপুর, সুনামগঞ্জ কর্তৃক ঘোষিত সময় অনুযায়ী নবায়ন করতে হবে; ৩। নদী/হাওড়/বিল/পুকুরের পানি ও উন্মক্ত স্থানে কোন ধরনের ময়লা, আবর্জনা ও বর্জ্য পদার্থ ফেলা যাবে না; ৪। নৌযানে অবস্থান কালে প্রতিটি নৌযানে সংরক্ষিত ঢাকনাযুক্ত বড় ডাস্টবিনে ময়লা/আবর্জনা ফেলতে হবে এবং নিজ দায়িত্বে ময়লা/আবর্জনা নির্ধারিত স্থানে স্থানান্তর করতে হবে; ৫। নৌযানে লাউডস্পিকার, মাইক প্রভৃতিসহ উচ্চ শব্দ উৎপাদনকারী কোন ধরনের বাদ্যযন্ত্র ব্যবহার করা যাবে না; ৬। লাইফ জ্যাকেটসহ যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ ব্যতীত নৌযানে ভ্রমণ করা যাবে না। বিরূপ আবহাওয়া নৌযানে ভ্রমণ করা যাবে না; ৭। নৌযানে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহণ করা যাবে না; ৮। নৌযানে পর্যটকদের জন্য মানসম্মত পরিবেশ তথা পরিস্কার পরিচ্ছন্নতা ও পর্যাপ্ত সুবিধা নিশ্চিত করতে হবে; ৯। নৌযানে ভ্রমণের সময় কোন ধরনের অসামাজিক কাজ কিংবা অনৈতিক কাজ কিংবা সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটায় এরুপ কার্যাবলী ঘটানো যাবে না; ১০। স্থানীয় এলাকাবাসীর ভাবাবেগ এবং সামাজিক রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীলত থাকতে হবে; ১১। অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না; ১২। নৌযানে চলাচলের সময় পর্যটকদের মালামাল রক্ষার বিষয়ে এবং দুষ্কৃতিকারীদের বিষয়ে সতর্ক থাকতে হবে। বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবির বলেন, শর্তসাপেক্ষে যেসকল নৌযানকে ইতোমধ্যে রেজিষ্ট্রেশন নম্বর প্রদান করা হয়েছে কেবলমাত্র তাদেরকে আগামীকাল হতে তাহিরপুর উপজেলায় পর্যটক বহন করার অনুমতি দেওয়া হয়েছে। রেজিষ্ট্রেশন ছাড়া কোনো নৌযান পর্যটক পরিবহন করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version