শিগগিরই শুরু হবে ৫-১১ বছর বয়সী শিশুদের করোনা টিকা কার্যক্রম । এরইমধ্যে শুরু হয়েছে অনলাইন নিবন্ধন। বিদ্যালয় কর্তৃপক্ষ নিবন্ধন কার্যক্রমে সহযোগিতা করছে।

ঢাকার শিশুদের টিকা দিয়ে পর্যবেক্ষণ করে পর্যায়ক্রমে দেশের সব অঞ্চলে টিকা দেয়া হবে বলে জানান তিনি। শোকের মাস আগস্ট ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ‘শোকের মাসে সেবাপক্ষ’ উদ্বোধন শেষে এসব কথা জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক।

১৫ আগস্ট পর্যন্ত চলা এ কার্যক্রমে বিনামূল্যে নানা স্বাস্থ্যসেবা প্রদান করা হবে বলে জানায় কুর্মিটোলা কর্তৃপক্ষ। ব্যতিক্রমী এই উদ্যোগের সাধুবাদ জানান ডিজি। বলেন, বঙ্গবন্ধুর পরামর্শ মনে রেখে মানুষকে সেবা দেয়ার ব্রত নিয়ে কাজ করতে হবে।

দ্যা েমইল বিডি/খবর সবসময়

 

 

Share.
Leave A Reply

Exit mobile version