স্টাফ রিপোর্টার : নেত্রকোনার পূর্বধলা উপজেলায় খালি ট্রাক ও অটোরিকশার (সিএনজি) সংঘর্ষে মো. হাবিুবুর রহমান (৪২) নামে একজন ঘটনাস্থলে নিহত ও আরো চারজন আহত হয়েছেন। নিহত হাবিবুর রহমান ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কাউরাদ গ্রামের মৃত জহুর আলী ছেলে। নিহত ও আহতরা সকলে সিএনজির যাত্রী ছিলেন এবং আহতরা একই পরিবারের সদস্য ও জামালপুর জেলার বাসিন্দা জানা গেছে।
রবিবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কে পূর্বধলা উপজেলার মহিষবেড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহত মুক্তার হোসেনের বাবা মৃত মতিউর রহমান জানা গেলেও একই পরিবারের অন্য তিন সদস্যের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পূর্বধলার শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. আক্তারুজ্জামান এ দুর্ঘটনায় একজন নিহত ও একই পরিবারের আরো চার সদস্য আহত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, সিএনজিতে করে পাঁচজন যাত্রী শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কের শ্যামগঞ্জের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা খালি ট্রাকের সাথে সিএনজির সংঘর্ষ বাধে। এতে সিএনজির যাত্রী হাবিবুর রহমান ঘটনাস্থলে নিহত হন।
সিএনজিতে থাকা আরো চারজন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হাসপাতালে পাঠায় এলাকাবাসী। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়ধীন বলে জানান তিনি।