নেত্রকোনার কলমাকান্দায় বুধবার দুপুরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কলমাকান্দা উপজেলা শাখার উদ্যেগে সংস্থার ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভা ও বিশাল র্যালির মাধ্যমে আয়োজন সমাপনি হয়েছে । র্যালি শেষে কলমাকান্দা জেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হেলাল উদ্দীনের সভাপতিত্বে ও উপজেলা সম্পাদক অমিত সরকার এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নেত্রকোণা- ১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার এমপি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারী নেত্রী এমপি পত্নী ক্যামেলিয়া মজুমদার, কলমাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল খালেক তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস, সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, যুবলীগ উপজেলা সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক -১ আওয়াল মিয়া, উপজেলা পূজা কমিটির সভাপতি গৌরাঙ্গ দাস প্রমুখ।