স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সুফিয়া খাতুন (৬৫) নামে এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ। মঙ্গলবার (২৬ জুলাই) বেলা ১২ দিকে বৃদ্ধার মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এ মৃত্যুর পেছনে রহস্য থাকতে পারে ধারণা পুলিশের।
মৃত সুফিয়া খাতুন উপজেলার নাজিরপুর ইউনিয়নের দিলুরা গ্রামের মৃত আব্দুল মান্নানের স্ত্রী। বৃদ্ধার এক ছেলে ও মেয়ে। মেয়েকে বিয়ে দিয়েছেন। ছেলের বউসহ বাড়িতে থাকতেন সুফিয়া খাতুন।
কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে এসে জানতে পারি বৃদ্ধার ছেলে আশরাফ আলী অটোরিকশা চালক বিধায় গাড়ী নিয়ে বেশির ভাগ সময় ঘরের বাহিরে থাকেন। বাড়িতে ছেলে বউ আকলিমা ও নাতি-নাতনি নিয়ে বাড়িতে বসবাস সুফিয়া খাতুনের। বৃদ্ধা গত সোমবার ১০টার দিকে রাতের খাবার খেয়ে ঘরের বান্দায় দরজাবিহীন কক্ষে ঘুমান। পরেরদিন ভোর পৌনে ৬টার দিকে বৃদ্ধার পত্রবধূ ডাকাডাকি করেন। দীর্ঘসময় পাড় হলেও কোন সাড়া শব্দ না পেয়ে দরজার পর্দা তুলে দেখেন তার শ্বাশুড়ি প্লাস্টিরে দঁড়ি দিয়ে ঘরের পায়ের ঝুলে আছেন।
তিনি আরো জানান, স্থানীয়রা কেউ মুখ না খুললেও গোপনে জানা যায় শ্বাশুড়ির সাথে পুত্রবধূর বেশ কয়েক দিন ধরে কথা কাটাকাটি চলমান ছিল। বৃদ্ধা মহিলা আত্মহত্যার জন্য প্লাস্টিকের দঁড়ি সংগ্রহ করে কীভাবে ঝুলেছে তা প্রাথমিকভাবে রহস্যজনক মনে হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।