তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় কয়েক হাজার মানুষ অংশ নেন। সোমবার (২৫ জুলাই) বিকেল ৩টা ২৫ মিনিটে সাঘাটা উপজেলার ভরতখালী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার ভাগিনা আলহাজ রোকনুজ্জামান স্বপন । এর আগে দুপুর সোয়া ২টার দিকে সাঘাটার বোনারপাড়ার ভরতখালী উচ্চ বিদ্যালয় মাঠে এসে পৌঁছায় ফজলে রাব্বী মিয়ার মরদেহ। মরদেহ পৌঁছানোর পর বিদ্যালয় মাঠে মানুষের ঢল নামতে থাকে। এ সময় নেতাকর্মীসহ এলাকার অনেকে কান্নায় ভেঙে পড়েন। এরপর মরদেহে শ্রদ্ধা জানান রাজনৈতিক নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, আইনজীবী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন গাইবান্ধার জেলা প্রশাসক অলিউর রহমান এবং পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম। এরপর একে একে বিভিন্ন ব্যক্তি ও মহলসহ সাধারণ মানুষ মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর তাকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার দেওয়া হয়। জানাজা শেষে ফজলে রাব্বী মিয়ার মরদেহ নেওয়া হয় নিজ বাড়ি গটিয়া গ্রামে। সেখানে বিকেল সাড়ে ৫টায় আরেকটি জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। আজ সকাল পৌনে ৯টায় যুক্তরাষ্ট্র থেকে একটি ফ্লাইটে ফজলে রাব্বী মিয়ার মরদেহ দেশে পৌঁছায়। এরপর জাতীয় ঈদগাহ মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে হেলিকপ্টার যোগে মরদেহ নেওয়া হয় গাইবান্ধায় ।