জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আব্দুল্লাহ বিন মোকছেদ জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসাবে নির্বাচিত হয়েছেন। পরিবার পরিকল্পনা , মা ও শিশু কার্যক্রমের উপর অবদান রাখায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের নির্দেশনায় ও উপজেলা হতে প্রেরিত তথ্যের ভিত্তিতে ১০টি ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থা নির্বাচিত করা হয়। আজ বৃহস্প্রতিবার দুপুরে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে নির্বাচিতদের মাঝে সনদপত্র, সন্মননা ক্রেস্ট ও পুরুস্কার বিতরণ করা হয়। জেলার অন্যান্য শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠান গুলো হলো- সদর উপজেলার ধলাহার ইউনিয়নের মোসলেমা খাতুন শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী, কালাই উপজেলার পুনট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সেলিনা আক্তার শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা, পুনট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের তফিকুল ইসলাম শ্রেষ্ঠ পরিদর্শক, শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র , পুনট, কালাই উপজেলা পরিষদ শ্রেষ্ঠ উপজেলা পরিষদ, জয়পুরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্র শ্রেষ্ঠ মা ও শিশু কল্যাণ কেন্দ্র, সদর উপজেলার সূর্যের হাসি নেটওর্য়াক শ্রেষ্ঠ বে-সরকারী স্বেচ্ছাসেবী সংস্থা (সিবিডি ভিত্তিক) এবং সূর্যের হাসি ক্লিনিক শ্রেষ্ঠ বে-সরকারী স্বেচ্ছাসেবী সংস্থা (ক্লিনিক ভিত্তিক) নির্বাচিত হয়েছে। উক্ত সনদপত্র, সন্মননা ক্রেস্ট ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ- পরিচালক ডাঃ কে এম জোবায়ের গালিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দীন জাহাঙ্গীর। এসময় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন, ডিস্ট্রিক কন্সালটেন্স ডাঃ জীতেন্দ্র শেখর দাস, মাহাবুব হাসান ভ‚ঞা প্রমুখ।