ইউক্রেনের মালিকানাধীন একটি বিশাল কার্গো বিমান গ্রিসে বিধ্বস্ত হয়েছে। শনিবার (১৬ জুলাই) ঘটে এ দুর্ঘটনা। বিমানটিতে ক্রুসহ ৮ জন আরোহী ছিলেন।

কর্তৃপক্ষ জানায়, সার্বিয়া থেকে জর্ডান যাচ্ছিলো আন্তোনভ-১২ নামের ওই কার্গো বিমান। ইঞ্জিনের ত্রুটি টের পেয়ে গ্রিসের কাভালা বিমানবন্দরে জরুরি অবতরণের চেষ্টা করেন পাইলট। তবে আগেই আগুন ধরে যায় তাতে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দে বিস্ফোরণ হয় বিমানটিতে।

গ্রিসের গণমাধ্যম জানায়, ১২ টন ওজনের পণ্য ছিল এতে। বিস্ফোরক দ্রব্য ছিল বলেও ধারণা করছেন গ্রিসের বিমানবন্দর কর্তৃপক্ষ। আগুন নিয়ন্ত্রণে ফায়ার ব্রিগেডের ৭টি ইঞ্জিন মোতায়েন করা হয়। তবে একের পর এক বিস্ফোরণের কারণে কাছাকাছি যেতে বেগ পেতে হয় কর্মীদের। কয়েক ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন। দুর্ঘটনা নিয়ে ইউক্রেন, সার্বিয়া বা জর্ডানের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি। সূত্র: দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস

Share.
Leave A Reply

Exit mobile version