দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

স্টাফ রিপোর্টার
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, অধ্যক্ষ শেরগুল আহমেদ বলেন, স্মরণ কালের ভয়াবহ বন্যায় জেলার ৯০ভাগ বানের পানিতে তলিয়ে যায়। ঘরবাড়ি রাস্তাঘাট, গবাদিপশু এমনকি মানুষের শেষ আশ্রটুকু বানের পানিতে তলিয়ে গেছে। খাদ্য সংকট, বিশুদ্ধ পানি সংকট, বিধস্ত ঘরবাড়ি নিয়ে মানুষ অসহায় অবস্থায় জীবন যাপন করছে।আপনারা দেখেছেন সরকারের পাশাপাশি দেশ, বিদেশের অনেক ব্যাক্তি, তাদের মানবিক সহায়তা নিয়ে বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছেন। সামনে ঈদ, ঈদের আমেজ থেকে বানভাসিরা বঞ্চিত। আমি অনুরুধ করছি দল, মত, ধর্ম বর্ণ নির্বিশেষে, দেশ বিদেশের বিত্তবানরা বানভাসি মানুষের পাশে দাঁড়াই তাহলে কিছুটা হলেও বানভাসি মানুষের কষ্ট লাঘব হবে। গতকাল সকাল ১১ টায়, সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে চট্রগ্রাম আঞ্চলিক শিক্ষক সমিতি পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র ১০০ পরিবারের মাঝে মোট একলক্ষ বিশহাজার বিতরণ কালে এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য, এ এম ছফা চৌধুরী, সহ সভাপতি গোলাম রহমান, আঞ্চলিক শাখার উপদেষ্টা শাখাওয়াত হোসেন তালুকদার, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আমিনুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম শ্যামল, এটিবি স্পোর্টের সঞ্চালক অনীশ তালুকদার বাপ্পু,দৈনিক সুনামগঞ্জ ডাক’র স্টাফ রিপোর্টার সুলেমান কবির, দৈনিক সুনামগঞ্জ সময় এর স্টাফ রিপোর্টার অরুন চক্রবর্তী প্রমুখ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version