স্টাফ রিপোর্টার ঃ
বৃটিশ বাংলাদেশ চেম্বরঅবকমার্সের উদ্যোগে বিশিষ্ট শিল্পপতি ফারুক চৌধুরীর সৌজন্যে প্রেসক্লাবের সহযোগিতায় বন্যাকবলিত এলাকার হতদরিদ্র পরিবারের নারী ও পুরুষদের মাঝে শাড়িও পাঞ্জাবি বিতরণ করা হয়। গতকাল রবিবার বিকাল ৩টায় সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে দেড় শতাধিক নারী ও পুরুষের মাঝে এসব বিতরণ করা হয়েছে। উল্লেখ্য যে, গত শুক্রবার শিল্পপতি ফারুক চৌধুরী ও জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাড. রোকেস লেইস সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদের কাছে এসব ত্রাণসামগ্রী হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা আইজীবি সমিতির সহ-সাধারণ সম্পাদক অ্যাড. মাহবুবুল হাছান শাহীন, সুনামগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আমিনুল হক, দৈনিক সুনামগঞ্জ ডাকের স্টাফ রিপোর্টার সুলেমান কবির প্রমুখ।