পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: ফেনীতে ১০ কেজি গাঁজাসহ মো. মনির (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।রবিবার রাতে ফেনী শহরের কদলগাজী রোড এলাকায় অভিযান চালিয়ে র্যাব সদস্যরা তাকে আটক করেছে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে ফেনী শহরের কদলগাজী রোডের হামিদিয়া ফ্লাওয়ার মিলসের বিপরীতে কে.আহাম্মদ মেডিসিন কর্নারের সামনে অভিযান চালানো হয়। এসময় র্যাব সদস্যরা মো. মনিরকে ১০ কেজি গাঁজাসহ আটক করে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা। মনির ভোলা জেলার পশ্চিম বাপতা গ্রামের আলা উদ্দিনের ছেলে। ফেনীস্থ র্যাবের কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক মেজর মো. মোস্তফা জামান জানান, আটককৃত মাদক কারবারি ও উদ্ধারকৃত গাঁজা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নিজাম উদ্দিন জানান, র্যাবের হাতে আটককৃত মাদক কারবারিকে সোমবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।