তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় পুকুরের পানিতে ডুবে তাওসিফ আহমেদ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার সকালে গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের আরিফ খাঁ বাসুদেব পুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত তাওসিফ ওই এলাকার আজিজুল ইসলামের ছেলে।
জানা যায় সকালে বাড়ির বাইরে খেলতে যায় শিশু তাওসিফ । বেশ কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার পরিবারের সদস্যরা। একপর্যায়ে সকাল দশটার দিকে বাড়ির পিছনের একটি পুকুরে শিশুটিকে ভাসতে দেখেন তার মা । পরে প্রতিবেশী লোকজনের সহায়তায় পরিবারের লোকজন শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
স্বজনদের ধারণা, শিশুটি বাড়ির বাইরে খেলতে গিয়ে কোনো এক সময় পুকুরের পানিতে পড়ে ডুবে যায় । রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান মোসাব্বির হোসেন পুকুরের পানিতে ডুবে ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।